Friday, February 27, 2015

টমেটো ভর্তা

টমেটো ভর্তা 

 

 সবার প্রিয় সুসাদু টমেটো ভর্তা রেসিপি





উপকরণঃ 

                 টমেটো            ২৫০ গ্রাম
টমাটো ভর্তা, টমাটো চাটনি, tomato barta
টমেটো ভর্তা
                 কাঁচা মরিচ     ৫-৬টা
                 লবণ                 স্বাদ মত
                 চিনি                 ১ চা চামচ
                 পেঁয়াজ কুচি     ২টা

প্রনালিঃ

                 টমেট গুলি ধুয়ে ফ্রাই প্যানে মৃদু আঁচে দিয়ে ঢেকে দিতে হবে। এক পাশ হয়ে গেলে ঘুরিয়ে
                 অপর পাশ  দিতে হবে। এভাবে ঘুরিয়ে চার পাশ ভালভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার  কাঁচা
                 মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ ও চিনি দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হবে।




Wednesday, February 18, 2015

পাস্তা মেকারনি চিকেন চিজ



                            মেকারনি চিকেন চিজ 

               মাইক্রো ওভেনে সহজে মেকারনি রান্না করা যায়      



পাস্তা, মেকারনি, pasta, mekarani


উপকরণঃ

  • মেকারনি               ২০০ গ্রাম
  • চিজ                    ১০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি            ১/২ কাপ 
  • রসুন                   ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ             ৩-৪ টা
  • সয়া সস                ২ টে চামচ
  • সিদ্ধ ডিম কুচি         ১ টা
  • ক্যাপসিকাম            ১/২ কাপ ( লাল , সবুজ , হলুদ )
  • লেবুর রস              ১ চা চামচ
  • চিনি                    ১/২ চা চামচ
  • তেল                    ১/২  কাপ
  • মুরগির মাংস সিদ্ধ কুচি ১/২ কাপ 
  • গোল মরিচের গুঁড়া      ১/২ চা চামচ
  • টেস্টিং সল্ট              ১ চা চামচ
  • লবণ                     ১/২ চা চামচ
  • মাখন                    ১ টে চামচ 

দেড় লিটার পানিতে ১ চা চামচ তেল দিয়ে ১০০% ১০ মি রান্না করে ঠাণ্ডা পানিতে ধুয়ে ঝড়িয়ে নিতে হবে। অথবা চুলায় ৫-৭ মি সিদ্ধ করে ঝড়িয়ে নিতে হবে।

প্রনালিঃ

বোলে মাংস সহ সব মসলা দিয়ে ১০০% এ ৪ মি রান্না করতে হবে। এবার পাস্তা দিয়ে আরও ৪-৫ মি রান্না করতে হবে। সব শেষে লেবুর রস , ডিম কুচি ও গোল মরিচের গুঁড়া দিয়ে মেখে পরিবেষণ করতে হবে।

সব ওভেনে POWER BUTTON  আছে । এখানে একবার চাপলে ১০০% আসবে। তারপর আবার চাপলে ৮০% হবে। এভাবে কমতে থাকে। ৬০% দেয়া হয় দমে রাখার জন্য।

Sunday, February 15, 2015

শাহী জর্দা

                                                                                                            শাহী জর্দা 

                           মাইক্রো ওভেনে সহজেই জর্দা রান্না করা যায় ।

শাহী জর্দা , shahi jarda
             


উপকরনঃ 


  • পোলাও চাল            ৩ কাপ
  • পানি                    ৭-৮ কাপ
  • এলাচ                   ৪-৫ টা
  •  জর্দার রঙ               ২ চা চামচ
পানি ফুটে গেলে উপরের সব উপকরণ শক্ত সিদ্ধ করে পানি ছেঁকে নিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিতে হবে।


  • চিনি                     ৩ কাপ
  • মোরব্বা                 ১/২ কাপ
  •  ঘি                          ১/২ কাপ
  • কমলার রস               ১ কাপ
  • পেস্তা বাদাম কুচি         ১/২ কাপ
  • কিসমিস                   ১/২ কাপ
  • কমলার এসেন্স            ১/২ চা চামচ
  • মালাই                      ২ টে চামচ

প্রনালিঃ 

বোলে চিনি, কমলার রস, রঙ মাখা ভাত দিয়ে ১০ মি হাই পাওয়ারে রান্না করতে হবে। বাকি উপকরণ দিয়ে আর ৫ মিনিট ৬০% পাওয়ারে রান্না করতে হবে।
সব শেষে বাদাম কুচি ও মাওয়া দিয়ে পরিবেশন করতে হবে

মাওয়াঃ 

গুঁড়া দুধ ১/২ কাপ , ঘী এক চামচ, গোলাপ জল ১/২ চা চামচ এবং চিনি ২ চা চামচ এক সাথে মেখে চেলে নিতে হবে                                                                                                                                                                                             









 
        


        





                                                                                                                                                                                                              

















                                                                                                                                                                                      

Thursday, February 12, 2015

সবজি বিরিয়ানি

                         সবজি বিরিয়ানি
শিশুরা সবজি খেতে চায় না। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রঙের সবজি পাওয়া যায়। রঙ্গিন সবজি এবং মুরগির মাংস দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন চিকেন ভেজিটেবল বিরিয়ানি। এটা শিশুরা পছন্দ করবে।

vegetable biriany, সবজি বিরিয়ানী


উপকরণঃ

বাসমতি চাল            ৫০০ গ্রাম
মুরগির মাংস            ৫০০ গ্রাম
গাজর                    ১/২ কাপ
ব্রকলি                   ১/২ কাপ
ক্যাপসিকাম            ১ কাপ ( লাল,সবুজ,হলুদ)
আদা বাটা              ১ টে চামচ
রসুন বাটা             ১ টে চামচ
পেঁয়াজ কুচি           ১কাপ
সয়াসস                ২ টে চামচ
গোল মরিচের গুঁড়া    ১ চা চামচ
টে সল্ট                 ১ চা চামচ
তেল                    ১ কাপ
লবণ                    স্বাদ মত
চিনি                    ২ টে চামচ

 প্রনালিঃ 

কড়াইতে আধা কাপ তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি ভেজে বাদামি হলে সব বাটা মসলা এবং মাংস দিয়ে কষাতে হবে। এবার সব সবজি, লবণ, চিনি, সয়াসস, গোল মরিচের গুঁড়া ও টে সল্ট দিয়ে ১ কাপ পানি দিয়ে রান্না করতে হবে। তেল উপড়ে উঠে এলে চুলা থেকে নামাতে হবে। এবার পোলাও রান্নার জন্য হাড়িতে আধা কাপ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে বাদামি হলে আগেই ধুয়ে রাখা চাল ভেজে নিয়ে তার মধ্যে পানি ( পানি চালের দ্বিগুণ হবে ) এবং লবণ দিয়ে চুলা পুরো আঁচে থাকবে। চাল এবং পানি সমান হয়ে এলে রান্না করা মাংস দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এবার ৫-৬টা কাঁচা ফালি দিয়ে তাওয়ার উপর দমে দিতে হবে।  

Thursday, February 5, 2015

চিকেন কোরমা



                         



                            







                           চিকেন কোরমা

                   মুরগির মাংস সুস্বাদু পুষ্টিকর খাদ্য । কোরমা মিষ্টি  জাতিয় খাবার । তাই শিশুরা এটি খেতে খুব ভাল বাসে । দই দিয়ে মাংস রান্না করলে করমা তৈরি হয়।

                  



















উপকরণঃ
মোরগ             ২ টি
আদা বাটা         ২ টে চামচ
রসুন বাটা         ১ টে চামচ
পেঁয়াজ বাটা      এক কাপ
এলাচ             ৬ টি
দারচিনি          ৪ টুকরা
মিষ্টি দই          আধা কাপ
লবণ              স্বাদ মতো
ঘি                 ১ কাপ
কাঁচা মরিচ       বাটা ৩ টি

প্রনালীঃ
মাংস ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সব উপকরণ এক সাথে মিশিয়ে ঢাকনা  দিয়ে উনুনে দিতে হবে। ফুটে উঠলে এবার দই দিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য আঁচ কমিয়ে দিতে হবে। ঘি উপরে উঠে আসলে নামিয়ে পরিবেশন করতে হবে ।

 
































 









Wednesday, February 4, 2015

ভেজিটেবল কারি




                                                                                                                                                                                                           
          

                        ভেজিটেবল কারি

 

বছর জুড়ে নানা সবজি পাওয়া যায় । তাই সহজেই সবজি দিয়ে যে কোন ধরনের খাবার রান্না করা যায়।


উপকরণঃ

পেঁপে                    ১ কাপ
গাজর                  আধা কাপ
ব্রকলি                  আধা কাপ
ক্যাপসিকাম           ২ কাপ ( লাল, সবুজ, হলুদ )
চিকেন কিউব         ১ কাপ
তেল                   ১/৪ কাপ
আদা বাটা             ১ চা চামচ
রসুন বাটা             ১ চা চামচ
গোল মরিচের গুঁড়া   ১/২ চা চামচ
সয়া সস              ১ চা চামচ
পেঁয়াজ কুচি          ১/২ কাপ
পেঁয়াজ ফালি         ১ কাপ
কাঁচা মরিচ ফালি    ৫-৬ টা
লবণ                  ১ চা চামচ
চিনি                  ১ টে চামচ
টে সল্ট               ১/২ চা চামচ
কর্ণ ফ্লাওয়াড়        ২ টে চামচ
                                                                                                                                                                                                                    
                                                                                                                                                             

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               প্রনালিঃ 

মাংসের সাথে আদা, রসুন, সয়াসস ও গোল মরিচের গুঁড়া মেখে ১০ মি রাখতে হবে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে বাদামি রঙ্গের হলে  মাখানো মাংস দিয়ে কষাতে হবে। এবার সবজি দিয়ে আর একটু কষাতে হবে।  (পেঁপে আগেই হাল্কা সিদ্ধ করে নিলে ভাল হয় ) সবজি নরম হয়ে এলে ২ কাপ গরম পানি দিতে হবে। এবার কাঁচা মরিচ ফালি, পেঁয়াজ ফালি, লবণ ও চিনি দিয়ে সব শেষে গোলান কর্ণ ফ্লাওয়ার এবং টে সল্ট দিয়ে নামাতে হবে।

এখানে ৮ জনের খাবার তৈরি হল।