Monday, March 16, 2015

চিংড়ি মালাইকারি





                         চিংড়ি মালাই কারি


চিংড়ি মালাইকারি রান্না করতে আমরা সবাই জানি । এটি খুবই সুস্বাদু খাবার। শিশুরা এই খাবারটি খুবই পছন্দ করে। চলুন দেখি চিংরি মালাইকারি রান্নার পদ্ধতি                                                                                        

   
চিংড়ি মালাই কারি, নারিকেল দিয়ে চিংড়ি মাছ রান্না
                                                                            

উপকরণঃ

চিংড়ি                   ২ কাপ
নারিকেল কুরানো 
( বেটে নিতে হবে)      ১ কাপ

মরিচ বাটা              ১ চা চামচ
হলুদ বাটা               ১ চা চামচ
আদা বাটা               আধা চা চামচ
রসুন বাটা               ১ চা চামচ
পেঁয়াজ বাটা             আধা কাপ
কাঁচা মরিচ             ৪-৫ টি
তেল                    আধা কাপ

প্রনালীঃ 

পাত্রে তেল দিয়ে তার মধ্যে সব বাটা মসলা ,লবণ এবং নারিকেল বাটা দিয়ে কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে আবারও কষাতে হবে। এবার এক কাপ পানি দিয়ে রান্না করতে হবে। সব শেষে কাঁচা মরিচ দিয়ে মৃদু আঁচে ৩-৪ মিনিট রেখে তেল উপরে উঠে আসলে চুলা থেকে নামাতে হবে।

                                                                                         

1 comment:

  1. socialbangla.com is latest and largest

    Bangladesh Database. You can find here available latest recipe, eid recipe, iftari, fish, flesh,

    vegetables, pilau biriani, sweet, halua, bread, salad, pitha patty, cake, jhal solder, sauce tak,

    vorta, foreign recipe. so you are welcome to socialbangla.com

    ReplyDelete