Sunday, May 31, 2015

ত্বকের যত্নে পাকা পেঁপে







                   পাকা পেঁপের উপকারিতা




          পেঁপেতে রয়েছে বিভিন্ন পুষ্টিকর উপাদান এবং অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো ত্বকের যত্নে বেশ
উপকারী। জেনে নিই ত্বকের যত্নে পেঁপের উপকারিতাঃ

  ত্বকে পুষ্টি যোগায়:

মিষ্টি পাকা পেঁপেতে ভিটামিন এ এবং পাপেইন এনজাইম রয়েছে যা ত্বকের চামড়া মরা রোধ করে
এবং প্রচুর পরিমানে প্রটিন প্রদান করে থাকে। ফলে ত্বকের আয়ুস্কাল তুলানামূলকভাবে বাড়িয়ে দেয়।
এটি ত্বকের পানির চাহিদাও পূরণ করে। এর জন্য এক ফালি পাকা পেঁপের সাথে ৩ টেবিল চামচ মধু
মিশিয়ে মুখে মাখুন এবং ২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

  দাগ কমিয়ে দেয়:

ব্রণের কারণে মুখে দাগ তৈরি হয়। এই দাগগুলো নিরাময় করতে পারে পাকা পেঁপে।মুখের যে কোন দাগ যেমন - মেছতা , ফুস্কুরির দাগও দূর করতে পারে ।                                            

  উজ্জ্বলতা আনে:

পেঁপে মুখের উজ্জলতা ফিরিয়ে আনতে সাহায্য করে ।এছাড়া অ্যান্টি অ্যাজিং ফ্যাক্টর অর্থাৎ বৃদ্ধ বয়স কে দূরে ঠেলে দেয়ার উপাদান রয়েছে পেঁপেতে । তাই ত্বকের ওপর থেকেও কাজ করে এটি ।  


 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে


প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে পাকা পেঁপেতে । ভিটামিন এ ও সি শরীরের রোগ প্রতি রোধ ক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ করে ছোঁয়াচে রোগের বিরুদ্ধে , দাঁত , চুল , ত্বকের জন্য বয়ে আনে সুফল।














 














Saturday, May 30, 2015

অকাজের কলার খোসা






  







Top of Form








                             অকাজের কলার খোসা

        কলার খোসাকলার নানা পুষ্টিগুণের কথা সবাই জানেন কলা যেমন উপকারী, এর খোসার উপকারিতাও কিন্তু কম নয়। কলার খোসাকে আপনি নানা কাজে ব্যবহার করতে পারেন।

১  ঝকঝকে সাদা দাঁতের জন্য


প্রাকৃতিক উপায়ে সাদা ঝকঝকে দাঁতের জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন। অনেকেই দাঁত থেকে হলদে ভাবটা কিছুতেই ওঠাতে পারেন না। কলার খোসার ভেতরের দিকটা দিয়ে কিছুক্ষণ দাঁত মাজুন। দাঁতে ব্যথা কমাতেও কলার খোসা ভালো কাজ করে । দাঁতে পাকা কলার খোসা প্রতিদিন ঘষে টানা এক সপ্তাহ ব্যবহার করলে তা ভালো কাজে দেবে।

২  ব্রণ দূর করতে


মুখের ব্রণ দূর করতে কলার খোসা উপকারী। এর মাধ্যমে একবার সেরে গেলে ব্রণ আর ফিরে আসে না। মুখে ভালো করে ঘষে সারারাত রেখে দিলে ব্রণের সমস্যা কাটবে।

৩  মুখের দাগ দূর করতে


কলার খোসা ব্যবহার করে সহজেই মুখের দাগ দূর করা যায়। মধুর সঙ্গে কলার খোসা মিশিয়ে মুখে ভালো করে ঘষলে এই দাগ দূর হয়।

৪  অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয়


চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করতে পারে কলার খোসা। চুলকানি ও চোখের অবসাদ দূর করতে চোখের ওপর কলার খোসা মেখে নিতে পারেন। কলার খোসায় অ্যান্টি-অক্সিডেন্ট লুটিন থাকে৷অতিবেগুনি রশ্মির ছোবল থেকে চোখকে বাঁচায় এই লুটিন৷‌

৫  বলিরেখা দূর হয়


ত্বকের জন্যও কলার খোসা অনেক উপকারী। কলার খোসায় অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা বলিরেখা ঢাকতে পারে। এটি সজীব ত্বকে সাহায্য করতে পারে।

৬  মসৃণ ত্বকের জন্য


মুখমণ্ডল যদি শুষ্ক আর খসখসে হয়, কলার খোসার ভেতরের অংশ মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে গেছে।

৭  পোকা-মাকড় কামড়ালে


যদি কোনো পোকা-মাকড় হঠাত্ কামড় দিয়ে বসে এবং চুলকাতে থাকে এর জন্য কলার খোসা কাজে লাগাতে পারেন। দ্রুত ব্যথা ও চুলকানি সেরে যাবে।






















রূপচর্চা



                                রূপচর্চা





রূপচর্চার জন্যে আমাদের হাতে হার্বাল বা ভেষজ উপাদানের ব্যবস্থা রয়েছে হার্বাল রূপচর্চার জন্য যা যা প্রয়োজন সব রয়েছে আপনার হাতের নাগালেআপনার রান্নাঘরেইএই জিনিসগুলি ব্যবহার করে আপনি পাবেন দীর্ঘস্থায়ী ভালো ত্বকের নিশ্চয়তাখুব সহজে তৈরি করতে পারবেন এমন ৫টি টিপস এখানে দেওয়া হচ্ছে



৫টি হার্বাল বিউটি টিপস


  আঙুর







অনেক ক্ষেত্রেই ত্বকের স্বাভাবিকতা কমে গিয়ে ত্বকের ফর্সা ভাব উজ্জলতা কালচে হতে থাকে বাহ্যিক ময়লা আবরনের স্তর এবং সূর্য রশ্নি দ্বারা ত্বকে কালচে ভাবের সৃষ্টি হয় এক্ষেত্রে ত্বক ফর্সা করতে আঙুরের রস দারুণ উপকারি কয়েকটি আঙুর নিয়ে মুখে আলতোভাবে ঘষুন



শশার রস








পরিমাণ মত শশার রসে মিশাতে হবে অল্প গ্লিসারিন আর গোলাপ জল






সূর্যের অতি বেগুনি রশ্নি ত্বক পুরিয়ে ফেলে শসার রস, গ্লিসারিন গোলাপ জলের মিশ্রণ রোদে পোড়া ত্বকের জন্যে উপকারি রোদে যাওয়ার আগে এবং বাসায় ফিরে এগুলি একসাথে মিশিয়ে মাখলে ত্বক উজ্জ্বল থাকবে



চন্দন






বয়সের ছাপ, বিষন্নতা, অযত্ন, ত্বকে স্বাভাবিক আলো বাতাসের অভাবে, ত্বকের সতেজতা হ্রাস পায় চন্দন গুড়ার সাথে সামান্য হলুদ গুড়া দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন পেস্টটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন ত্বক সতেজ আর সুন্দর করতে এই মিশ্রণটি বেশ কার্যকর


মধু






দুধের সরের সাথে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বক হবে নরম আর উজ্জ্বল শীতকালে এই মিশ্রণটি আপনাকে ত্বক নিয়ে অনেকটাই নিরুদ্বেগ রাখবে



দুধ





প্রাত্যহিক কাজ কর্মের বিভিন্ন সময় ত্বকের ভাজে ভাজে ধূলাবালি ময়লা লেগে বাহ্যিক ময়লা আবরনের স্তর লোমকূপের মাধ্যেম টিস্যু/কোষে জমা হয় ফলে ত্বকে অক্সিজেন প্রেবশ করেত পারে না দুধের মধ্যে এক চিমটি লবণ আর লেবুর রস মেশান এই মিশ্রণটি আপনার ত্বকের লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করবে