Saturday, May 30, 2015

রূপচর্চা



                                রূপচর্চা





রূপচর্চার জন্যে আমাদের হাতে হার্বাল বা ভেষজ উপাদানের ব্যবস্থা রয়েছে হার্বাল রূপচর্চার জন্য যা যা প্রয়োজন সব রয়েছে আপনার হাতের নাগালেআপনার রান্নাঘরেইএই জিনিসগুলি ব্যবহার করে আপনি পাবেন দীর্ঘস্থায়ী ভালো ত্বকের নিশ্চয়তাখুব সহজে তৈরি করতে পারবেন এমন ৫টি টিপস এখানে দেওয়া হচ্ছে



৫টি হার্বাল বিউটি টিপস


  আঙুর







অনেক ক্ষেত্রেই ত্বকের স্বাভাবিকতা কমে গিয়ে ত্বকের ফর্সা ভাব উজ্জলতা কালচে হতে থাকে বাহ্যিক ময়লা আবরনের স্তর এবং সূর্য রশ্নি দ্বারা ত্বকে কালচে ভাবের সৃষ্টি হয় এক্ষেত্রে ত্বক ফর্সা করতে আঙুরের রস দারুণ উপকারি কয়েকটি আঙুর নিয়ে মুখে আলতোভাবে ঘষুন



শশার রস








পরিমাণ মত শশার রসে মিশাতে হবে অল্প গ্লিসারিন আর গোলাপ জল






সূর্যের অতি বেগুনি রশ্নি ত্বক পুরিয়ে ফেলে শসার রস, গ্লিসারিন গোলাপ জলের মিশ্রণ রোদে পোড়া ত্বকের জন্যে উপকারি রোদে যাওয়ার আগে এবং বাসায় ফিরে এগুলি একসাথে মিশিয়ে মাখলে ত্বক উজ্জ্বল থাকবে



চন্দন






বয়সের ছাপ, বিষন্নতা, অযত্ন, ত্বকে স্বাভাবিক আলো বাতাসের অভাবে, ত্বকের সতেজতা হ্রাস পায় চন্দন গুড়ার সাথে সামান্য হলুদ গুড়া দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন পেস্টটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন ত্বক সতেজ আর সুন্দর করতে এই মিশ্রণটি বেশ কার্যকর


মধু






দুধের সরের সাথে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বক হবে নরম আর উজ্জ্বল শীতকালে এই মিশ্রণটি আপনাকে ত্বক নিয়ে অনেকটাই নিরুদ্বেগ রাখবে



দুধ





প্রাত্যহিক কাজ কর্মের বিভিন্ন সময় ত্বকের ভাজে ভাজে ধূলাবালি ময়লা লেগে বাহ্যিক ময়লা আবরনের স্তর লোমকূপের মাধ্যেম টিস্যু/কোষে জমা হয় ফলে ত্বকে অক্সিজেন প্রেবশ করেত পারে না দুধের মধ্যে এক চিমটি লবণ আর লেবুর রস মেশান এই মিশ্রণটি আপনার ত্বকের লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করবে






















No comments:

Post a Comment