Sunday, July 5, 2015

নাসিগরেন একটি ইন্দনেশিয়ান ফ্রাইড রাইস




                                          নাসিগরেন




   
 


উপকরণঃ পোলাও চাল দুই কাপ,সস ৬ টে চামচ , চিংড়ি মাছ ১ কাপ,  পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১চা চামচ, নারিকেলের দুধ ১ কাপ, সিমলা মরিচ কুচি দেড় কাপ ,সয়া সস ৩ টে চামচ ,  চিনি ১ টে চামচ , লবন পরিমান মত,  তেল আধা কাপ এবং ডিম ৪ টি।



প্রনালিঃ চাল বেশি পানিতে ফুটিয়ে পানি ঝড়িয়ে নেই ।  কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে মাছ দেই । তারপর সব উপকরন দিয়ে মাছ রান্না শেষ করি এবার অন্য একটি কড়াইতে ডিম চামচ দিয়ে নেড়ে ভেজে নেই । তারপর অন্য পাত্রে সামান্য তেল দিয়ে সেদ্ধ করা চাল এবং রান্না করা মাছ আর ভাজা ডিম দিয়ে নেরে শেষ করি।

No comments:

Post a Comment