Friday, January 23, 2015

টুকিটাকিঃ



টুকিটাকিঃ
·         রান্নাঘরে কাজ করতে করতে অসাবধানতাবশত শরীরের কোন অংশ হঠাৎ আগুনে পুড়ে যেতে  পারে। এই অবস্থায় একটু খাঁটি সরষের তেল পোড়া জায়গায় বেশি করে লাগিয়ে দিলে উপশম হবে।
·         মাংস সহজে সিদ্ধ হওয়ার জন্য মাংসের পাত্রে গোটা সুপুরি ফেলে দিলে কাজ হবে।
·         কাপড়ে লোহার দাগ পড়লে সহজে ওঠে না। লেবুর রস লবণ এক সঙ্গে ঐ দাগের ওপর ঘষলে ফল পাওয়া যায় ।
·         চাল ও ডালের টিনে শুকনো নিমপাতা এবং শুকনো লংকা রাখলে চাল ও ডাল ভাল থাকবে পোকা ধরবে না ।
·         পিঁয়াজের খোসা ছাড়িয়ে দু’ফালি করে কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রাখলে পিঁয়াজ কাটার সময় চোখ থেকে কোন পানি গড়াবে না।
·         প্রেসার কুকার ব্যবহার করার আগে প্রতিবার সেফটি ভালব ও হুইসলিং ভালব (শিসের সব্দ ওঠে যাতে) পরীক্ষা করে নিতে হবে ।
·         কুকারকে বেশি সময় আঁচে রাখা যাবে না। বাষ্প জমে উঠলেই ২-৩ মিনিটের জন্য নামিয়ে রাখতে হবে।ভিতরের বাষ্পকে খাদ্যবস্তু প্রস্তুতে সময় দিতে হবে ।
·         চিনিতে পিঁপড়া ধরলে চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে চিনির পিঁপড়া ছেড়ে যাবে
·         কচু বা কচুশাক রান্নার সময় সামান্য তেঁতুল ব্যবহার করলে এবং খাওয়ার সময় লেবুর রস দিয়ে খেলে গলা চুলকানির ভয় থাকে না ।
·         ডিম সেদ্ধ করার সময় পানিতে সামান্য লবণ দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ডিম ফাটবে না ।

রান্নার সময় কোন কিছু মাপার জন্য কাপ বা চামচ ব্যবহার করলে কাজে 
সুবিধা হয় ।



Friday, January 16, 2015

meta name



<meta name=”description” content=” সহজ পদ্ধতিতে বাংলা রান্না শেখা”>
<meta name= “key words”content=” বাংলা রান্না, সুস্বাদু রান্না, বাংলা খাদ্য, bangla ranna, testy ranna, bangla food”>
<meta name=” author” content=” Afroja Rita”>
<meta charset=”UTF”>

Sunday, January 11, 2015

চিনি সাক্ষর পিঠা


ঢাকা জেলার ঐতিহ্য বাহী পিঠা। যা খুবই জনপ্রিয় পিঠা।  অন্য জেলার লোকেরা চেষ্টা করে দেখতে পারেন।তবে জোর করে বলতে পারি এর স্বাদ অনেকদিন মনে থাকবে।

উপকরণঃ 

                     ময়দা ২ কাপ
                      চিনি ১ কাঁপ
                      ঘি   ১/২ কাপ
                      পানি ৩/৪ কাপ
                      তেল ১ লিটার (পিঠা ভাজার জন্য )


ক্ষীরের জন্যঃ 

   ১ লিটার দুধ  পোলাও চাল গুঁড়া ২ টে চামচ  দুধ জ্বাল দিয়ে ঘন করে চালের গুঁড়া দিয়ে ভাল ভাবে নেড়ে ক্ষীর তৈরি করতে হবে।

    প্রনালিঃ  

                 একটা বাটিতে ময়দা, চিনি ,ঘি ও পানি ভাল ভাবে মিশিয়ে পিঠা তৈরির জন্য খামির করতে
                   হবে। এবার রুটি বানানোর জন্য পিড়ি ও বেলুনে সামান্য ঘি মেখে নিতে হবে। অল্প করে খামির
                   নিয়ে ছোট করে রুটি বানিয়ে চা চামচের এক চামচ ক্ষীর দিয়ে রুটি ভাজ করে ছুড়ি দিয়ে তিন
                   কোণ করে আকৃতি করতে তে হবে।  হাতে সামান্য ঘি মেখে পিঠার আকৃতি ঠিক রাখার জন্য
                   আঙুল দিয়ে চেপে  চেপে নিয়ে ডুবো  তেলে  ভাজতে  হবে। চুলার জ্বাল মাঝারি আঁচে ভাজতে হব
                  হবে। লক্ষ্য করুন পিঠার নাম চিনি সাক্ষর ।মানে চিনির ভূমিকা অনেক। খামির তৈরির পর পিঠা
                  সাথে সাথে তৈরি করতে হবে।দেরি হলে চিনি গলে গেলে পিঠা বানাতে কষ্ট হয় ।  


      


                           ।








                                                                                                                                                                       




















                                                                                                                                                                            























                                                                                                                                                                                  

Friday, January 9, 2015

শাহী ভাপাপিঠা রেসিপি

  শাহী ভাপাপিঠা

শীতকালে আমাদের দেশে পিঠা তৈরির ধুম পরে যায়। নতুন গুড় দিয়ে পিঠা খেতে সবাই ভালবাসে। আজ
আমরা শিখব শাহী ভাপা পিঠা  তৈরি করা । ভাপা পিঠার সাথে আরও কিছু উপকরণ যোগ করে তৈরি করব
শাহী ভাপা পিঠা। 

পিঠাপুলি খাওয়া বাঙ্গালীর ঐতিহ্য।  শীতকালে নতুন গুড় দিয়ে পিঠা খেতে সবাই              
ভালবাসে ।


উপকরনঃ

          চাল গুঁড়া ২ কাপ ( দেড় কাপ আতপ চাল ও আধা কাপ পলাও চাল)
          কুসুম গরম/ হালকা গরম দুধ আধা কাপ
          লবণ স্বাদ মতো
          নারকেল কুরানো আধা কাপ
          গুড় আধা কাপ

ক্ষীরসার জন্যঃ 

১ লিটার দুধ ঘন করে ১ টেবিল চামচ পোলাও চাল  গুড়া দিয়ে জ্বাল দিয়ে ক্ষীরসা তৈরি করতে হবে।

 আনুষঙ্গিক উপক্রনঃ

                       পিঠা তৈরি জন্য বিশেষ ধরনের হাড়ি
                       ছোট বাটি
                       কাপড়ের টুকরো

প্রনালীঃ

·         চালের গুঁড়ার সাথে লবণ, দুধ মিশিয়ে ২-১ ঘণ্টা রাখতে হবে। চালের গুঁড়া খুব নরম হবে না আবার তরল হবে না।  ভেজা ভেজা থাকবে ।
·         এবার চালুনি দিয়ে চালের গুরাকে ছোট ছোট দানা তৈরি করে নিতে হবে।
·         হাড়িতে পানি দিয়ে ফুটাতে হবে।
·         ছোট বাটিতে প্রথমে চালের গুঁড়া দিয়ে প্রলেপ দিয়ে তার উপর কুড়ানো নারকেল,গুড় ও ক্ষীরসা দিয়ে আবার চালের গুঁড়ার প্রলেপ দিয়ে হাত দিয়ে
আস্তে আস্তে চেপে মসৃণ করতে হবে। এবার বাটি সহ কাপড় দিয়ে পেচিয়ে
হাড়ির ওপর উপুর করে দিয়ে বাটিটা আস্তে আস্তে তুলে এনে ঢাকনা দিয়ে
ঢেকে দিতে হবে। বাস্পের মধ্যে ৪-৫ মিনিট ভাপ দিয়ে হাড়ি  থেকে কাপড় সহ পিঠা তুলে প্লেটে রেখে কাপড় টা পিঠা থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে ।

Wednesday, January 7, 2015

চিকেন নুডুলস স্যুপ

                         চিকেন নুডুলস  স্যুপ                                                                                      শীতে গরম স্যুপ                                                                                                                     



  উপকরণঃ 

মাখন২ টে চামচ, গাজর ১কাপ, পেঁয়াজ ১/২ কাপ, রসুন কুচি১ চা চামচ, কাঁচা মরিচ কুচি

                         ১ টে চামচ, মাংসের স্টক ৪কাপ, ছোট করে কাটা মাংস ১ কাঁপ, নুডুলস ১ কাঁপ, দারচিনি ১
                         টুকরো, এলাচ ২ টা ,গোল মরিচের গুড়া ১/২ চা চামচ ,টেস্টিং সল্ট ১চা চামচ ,সয়া সস
                         ১ চা চামচ, লেবুর রস ১ টে চামচ, লবণ স্বাদ মত ।

      প্রনালীঃ 

                    মুরগির হাড় গুলো ধুয়ে সামান্য আদা বাটা ,রসুন বাটা ,তেজ পাতা ,এলাচ ও লবণ দিয়ে সেদ্ধ
                    করে নিন। পানি সুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেকে নিন।তৈরি হয়ে গেল মুরগির মাংসের
                    স্টক মুরগির মাংস লবণ ও সয়া সস মেখে ২০ মি রেখে দিন । পাত্রে মাখন গরম করে পেঁয়াজ                                       রসুন   কুচি দিয়ে লাল করে ভেজে মাংস ও গাজর    দিন। এবার স্টক দিয়ে গোল মরিচের গুড়া দিন।
                    স্যুপ ফুটে উঠলে  নুডুলস দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন।সব শেষে টেস্টিং সল্ট দিন। ফুটে উঠলে
                    কাঁচা মরিচ ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন।        
                   










                                                                                                                                                                           
                                                                                                                                                                      
                                                                                                                                                                         
                                                                                                                                                                           
                                                                                                                                                                     
                                                                                                                                                                           
                                                                                                                                                                                   













       

Tuesday, January 6, 2015

মটর পোলাও

                                    মটর পোলাও                                                                                                                                                                                                 

                                      মটরশুঁটি পোলাও

                                      





উপকরণঃ মটরশুঁটি ছাড়ানো দেড় কাপ
                  পোলাও চাল ৪ কাপ
                  আদা বাটা ১ চা চামচ
                  দই ১/৪ কাপ
                  দার চিনি দুই টুকরা
                  এলাচ ৪ টি
                  লবণ ১ টে চামচ
                  ঘি ১/২ কাপ
                  ফুটানো পানি ৭ কাপ
প্রনালিঃ ঘিয়ে আদা, দারচিনি ও এলাচ দিয়ে ফুটানো পানি দিতে হবে। পানি ফুটে উঠলে চাল,লবণ,মটরশুঁটি
              ও দই দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। মৃদু আঁচে ১৫-২০ মি রান্না করতে হবে।উনুন থেকে নামানোর
              পর ১৫-২০ মিনিটের আগে ঢাকনা খুলবে না।