শাহী ভাপাপিঠা
শীতকালে আমাদের দেশে পিঠা তৈরির ধুম পরে যায়। নতুন গুড় দিয়ে পিঠা খেতে সবাই ভালবাসে। আজ
আমরা শিখব শাহী ভাপা পিঠা তৈরি করা । ভাপা পিঠার সাথে আরও কিছু উপকরণ যোগ করে তৈরি করব
শাহী ভাপা পিঠা।
আমরা শিখব শাহী ভাপা পিঠা তৈরি করা । ভাপা পিঠার সাথে আরও কিছু উপকরণ যোগ করে তৈরি করব
শাহী ভাপা পিঠা।
পিঠাপুলি খাওয়া বাঙ্গালীর ঐতিহ্য। শীতকালে নতুন গুড় দিয়ে পিঠা খেতে সবাই
ভালবাসে ।

উপকরনঃ
চাল গুঁড়া ২ কাপ ( দেড় কাপ আতপ চাল ও আধা কাপ পলাও চাল)
কুসুম গরম/ হালকা গরম দুধ আধা কাপ
লবণ স্বাদ মতো
নারকেল কুরানো আধা কাপ
গুড় আধা কাপ
ক্ষীরসার জন্যঃ
১ লিটার দুধ ঘন করে ১ টেবিল চামচ পোলাও চাল গুড়া দিয়ে জ্বাল দিয়ে ক্ষীরসা তৈরি করতে হবে।আনুষঙ্গিক উপক্রনঃ
ছোট বাটি
কাপড়ের টুকরো
প্রনালীঃ
· চালের গুঁড়ার সাথে লবণ, দুধ মিশিয়ে ২-১ ঘণ্টা রাখতে হবে। চালের গুঁড়া খুব নরম হবে না আবার তরল হবে না। ভেজা ভেজা থাকবে ।
· এবার চালুনি দিয়ে চালের গুরাকে ছোট ছোট দানা তৈরি করে নিতে হবে।
· হাড়িতে পানি দিয়ে ফুটাতে হবে।
· ছোট বাটিতে প্রথমে চালের গুঁড়া দিয়ে প্রলেপ দিয়ে তার উপর কুড়ানো নারকেল,গুড় ও ক্ষীরসা দিয়ে আবার চালের গুঁড়ার প্রলেপ দিয়ে হাত দিয়ে
আস্তে আস্তে চেপে মসৃণ করতে হবে। এবার বাটি সহ কাপড় দিয়ে পেচিয়ে
আস্তে আস্তে চেপে মসৃণ করতে হবে। এবার বাটি সহ কাপড় দিয়ে পেচিয়ে
হাড়ির ওপর উপুর করে দিয়ে বাটিটা আস্তে আস্তে তুলে এনে ঢাকনা দিয়ে
ঢেকে দিতে হবে। বাস্পের মধ্যে ৪-৫ মিনিট ভাপ দিয়ে হাড়ি থেকে কাপড় সহ পিঠা তুলে প্লেটে রেখে কাপড় টা পিঠা থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে ।
শাহী ভাপা পিঠা খুবই মজাদার। বিশেষ করে শীতের মধ্যে এর আনন্দটা বেশি
ReplyDeleteThanks for your recipe. Your recipe carry best flavour.visit here to find more socialbangla.com like this and others item.
socialbangla.com is latest and largest
Bangladesh Database. You can find here available latest recipe, eid recipe, iftari, fish, flesh,
vegetables, pilau biriani, sweet, halua, bread, salad, pitha patty, cake, jhal solder, sauce tak,
vorta, foreign recipe. so you are welcome to socialbangla.com
Eid Recipe
Iftari
Fish Item
Flesh Item
Pilau-Biriyani
Sweet Item
Vegetables
Halua
Bread
Salad
Pitha
Cake
Jhal-Solder
Tak Item
Vorta
Recipe From Newspaper
Foreign Recipe
Collection
Others Recipe