Tuesday, June 16, 2015

আদা ভেষজ ওষুধ

                                      আদা ভেষজ ওষুধ




আদায় রয়েছে এমন কিছু উপাদান যা ত্বক এবং চুলের যত্নে অসাধারণ কাজ দেয়। এটা খুব ভাল ভেষজ ওষুধ।
১ আদায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বিষাক্ত পদার্থ কমিয়ে রক্ত সঞ্চালন বাড়ায়।  এতে ত্বক বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পায় ।
২. রোদে পোড়া দাগ দূর করতেও আদার জুড়ি নেই । বাইরে থেকে ফিরে শরীরের রোদে পোড়া অংশ গুলোতে তাজা আদার রস লাগিয়ে
 নিন। দাগ দূর হয়ে যাবে।
৩.  এক টুকরো তাজা আদা হালকা থেঁতো করে ত্বকে লাগিয়ে নিন । পাঁচ মিনিটেই ত্বকের উজ্জলতা বেড়ে যাবে ।                                      
৪. আদা চুল পড়া কমায় এবং চুলের গোড়া শক্ত করে। আদা রক্ত সঞ্চালন বৃদ্ধি করায় রক্ত মাথায় চুলের গোরা পর্যন্ত পৌঁছে যায় যা চুল বৃদ্ধিতে সহায়ক । চুলের গোরায় আদার রস ভাল করে লাগান।
২০ মিনিট পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।                                        

৫. আদায় এমন কিছু প্রাকৃতিক গুণ আছে যা মাথার খুশকি প্রতিরোধে সহায়ক ।মাত্র সাত দিন ব্যবহার করলেই খুশকির পরিমান অরধেক কমে যাবে। একদিন পর পর চুলের গোরায় আদার রস লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। খুশকি নিয়ন্ত্রণে চলে আসবে ।






No comments:

Post a Comment