Thursday, June 4, 2015

স্থায়ী ভাবে ত্বক ফর্সা করুন







                              স্থায়ী ভাবে ত্বক ফর্সা করুন

 

 

 


 

নারী  পুরুষ সকলেই নিজেকে সুন্দর দেখতে চায় । একটি সুন্দর মুখের কদর সর্বত্রই ত্বক স্থায়ীভাবে ফর্সা ও সুন্দর করা যায় খুব সহজেই।  

দুধঃ

নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রং হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা  দেড় ইঞ্চি সাইজের এক টুকরো হলুদ নিন তারপর টুকরো করে কেটে এক গ্লাস দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন দুধ গাঢ় হলুদ রঙ হলে পান করুন এভাবে প্রতিদিন একবার পান করবেন

হলুদঃ

শুধু দুধের সাথে পান করে নয়, বাহ্যিক রূপচর্চাতেও হলুদ আপনার রঙ পরিষ্কার করতে সহায়তা করবে বিশেষ করে কালচে ছোপ দূর করতে এই পদ্ধতি খুব কার্যকর

উপকরণঃ 

দুধ তিন টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ এবং কাঁচা হলুদ বাটা এক চা চামচ 


 ব্যবহার বিধিঃ

প্রথমে দুধ, লেবুর রস হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রন বা পেস্ট তৈরি করুন চোখের অংশ বাদ দিয়ে পুরো মুখে ও গলায় এই পেস্ট ভালভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন গরম জল দিয়ে  মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না




No comments:

Post a Comment