দাগহীন উজ্জ্বল ত্বক
মুখে হঠাৎ
করে কোনও
কালো দাগ
দেখা দিলে তা
দূর করতে
মাথা খারাপ
হয়ে যায়। এই কালো ছোপ
ছোপ দাগ
যা অনেক
ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়, ।এর জন্য
আছে কিছু
সহজ উপায়
যা মেনে
চললে পাবেন
দাগ মুক্ত
একটি সুন্দর
ত্বক।
১. দুই চামচ
বেসন, এক
চিমটে গুঁড়ো
হলুদ, এক
চামচ চন্দন
গুঁড়ো এবং
এক চামচ
কমলার খোসা
বাটা একসঙ্গে
মিশিয়ে একটা
পেষ্ট তৈরী
করুন।
এবার এটা
মুখে, ঘাড়ে
ভাল করে
লাগিয়ে রেখে
১৫ থেকে
২০ মিনিট
পর মুখ
ধুয়ে ফেলুন।
২. একটি ছোট
আকারের আপেল
কেটে তার
একটা ফালি
মুখে, ঘাড়ে,
গলায় মাখুন৷
দশ মিনিট
পর ঠান্ডা
জলে ধুয়ে
ফেলুন।
সপ্তাহে দুই
থেকে তিন
বার এইভাবে
ব্যবহার করুন।
৩. আপেল ও
কমলার খোসা
এক সাথে
বেটে এর
সাথে কাঁচা
দুধ, ডিমের
সাদা অংশ
ও কমলা
রস মেশান। এবার
মিশ্রনটা ত্বকে
২৫ থেকে
৩০ মিনিট
লাগিয়ে রেখে
ধুয়ে ফেলুন।
No comments:
Post a Comment